বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

কাওরাকান্দি, কাঁঠালবাড়ি ও মাঝিরকান্দি ঘাট টোলমুক্ত হবে

sajahan-kha_34725

 

নৌপরিবহণমন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘কাওরাকান্দি, কাঁঠালবাড়ি ও মাঝিরকান্দি ঘাটে অতিরিক্ত টাকা নেয়ার প্রবণতা লক্ষ্য করা যায়। এই ঘাটগুলোর টোল আগামী অর্থ বছরে সম্পূর্ণ রূপে বাতিল করে দেওয়া হবে। ২০১৫ সালের পহেলা জুলাই থেকে এই বিধান কার্যকর করা হবে।’

শুক্রবার মাদারীপুর সদর হাসপাতালে নবনির্মিত তিনটি কেবিন উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক জিএসএম জাফরউল্লাহ্, পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম, সদর হাসপাতালের সিভিল সার্জন ডা. বাসুদেব কুমার প্রমুখ।