Saturday, December 14Welcome khabarica24 Online

কলম্বিয়ায় বাসে আগুন, ৩২ শিশুর প্রাণহানি

24203_i2

গতকাল কলম্বিয়ায় বাসে আগুন লাগার ঘটনায় কমপক্ষে ৩২ শিশু প্রাণ হারিয়েছে। আহত হয়েছে আরও ১৮ জন। তাদেরকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ৫০ শিশুকে গির্জার একটি অনুষ্ঠান থেকে বাসায় ফিরিয়ে নিয়ে যাওয়ার পথে মর্মান্তিক এ দুর্ঘটনায় পড়ে বাসটি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ক্যারিবীয় উপকূলের কাছে অবস্থিত ফান্ডেসিওন শহরতলির মেয়র লুজ স্টেলা ডুরান বলেন, ৩২টি শিশুর অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। এদিকে নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। অগ্নিদগ্ধ হবার মাত্রা এতো বেশি যে মৃতদেহগুলো শনাক্ত কর দূরুহ হয়ে পড়েছে। আগুনে বাসটি সম্পূর্ণ ভস্মীভূত হয়। প্রাথমিকভাবে বাসটিতে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। পুলিশ জানিয়েছে তদন্ত প্রক্রিয়া চলছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে বাসটি আনুমানিক ৪ ব্লক চলার পর হঠাৎ এতে আগুন ধরে যায় ও বিস্ফোড়ণ হয়। প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোস শোক প্রকাশ করেছেন। স্বস্ত্রীক ঘটনাস্থলে পৌছে তিনি বলেন, এতগুলো শিশুর মৃত্যুতে সারা দেশ শোকাহত।