রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

কলকাতার পূজার আকর্ষণে বিদ্যা

image_133868.vidya-balan
মুম্বাইয়ের নায়িকা হয়েও কলকাতাকে সেকেন্ড হোম মনে করেন বিদ্যা বালান। বৃহস্পতিবার শহরের একটি গয়নার দোকান উদ্বোধনে এসে সাংবাদিকদের এমনটাই জানান এই জনপ্রিয় অভিনেত্রী। প্রতিবার পুজোর আগে কলকাতায় ঘুরতে আসেন বিদ্যা। এবার সেকেন্ড হোমে এসে রীতিমতো ‘কাহানি’র শ্যুটিংয়ের স্মৃতি রোমন্থন করেন তিনি। আর করবেন নাই বা কেন, ছবির শেষভাগের শ্যুটিং যে দশমীর সেই বিশেষ মুহূর্তকে ঘিরেই। প্রতিমা নিরঞ্জনের সময় চোখের কোণ ভিজেছিল জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী বিদ্যা বালানেরও।
বিদ্যার মতো ট্যালেন্টেড একজন অভিনেত্রীর সুবাদে বলিউড ‘দ্য ডার্টি পিকচারস’, ‘পরিণীতা’র মতো বেশ কিছু ছবি উপহার পেয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে এসে বিদ্যা এটাও জানান যে, এই বছর আকস্মিকভাবে মহালয়ার পর কলকাতায় এলেন।