চলছে বৈশ্বিক মহামারি শোকাবহ করোনা’কাল
ডিসেম্বরে হলো শুরু এপ্রিলে ও রাজত্বকাল।
ঘন ঘন রূপের বদল একচেটিয়া আধিপত্য,
না ধরা যায় ,না ছোঁয়া যায় নাড়ায় কলকাঠি নেপথ্য।
অদৃশ্য দানবের বিষে হু হু করে কাঁদে ধরা ,
মসজিদেতে হয় না নামাজ মুসল্লিদের মনে খরা।
পীড়িত জন থাকুক একা যায় না স্বজন ধারে কাছে,
না জানাজা, না তো গোসল ছোঁয়াচে রোগ ভয়ে পাছে।
অর্থনীতির অচল চাকা চৌদিকে নীরব হাহাকার,
অঘোষিত কারাগারে বন্দি জীবন ও নির্বিকার।
অগনিত লাশ শোকার্তের কান্নায় ভারী আকাশ বাতাস,
জীবনের পরাজয় যেন করোনা’র জয় দগ্ধ নিঃশ্বাস।
মৃত্যুর মিছিল যায় এগিয়ে কেউ জানে না থামবে কবে ?
অশনিসংকেত কাঁপে বুক আর কতোদিন ধরায় রবে ?
কোথাও নেই আজ কোলাহল স্কুল কলেজ মাঠঘাট ফাঁকা,
রোগি আছে নেই যে আসন আইসিইউতে যায় না রাখা।
বর্ণালী জীবনের সজ্জা থেমে যায় বিমূর্ত শঙ্কায়,
বিষাদিত আহাজারি করোনা’রই নিত্য ডঙ্কায়।
আশার আলো যায়নি দেখা চারিদিকে অমানিশা ,
নিরলস শ্রম শতো চেষ্টায় বিজ্ঞানীরা পায় না দিশা।