Wednesday, February 12Welcome khabarica24 Online

করেরহাট ইউনিয়ন বিএনপি’র কমিটি গঠিত

1395463718109প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র করেরহাট ইউনিয়ন শাখার (একাংশ) কমিটি গঠিত হয়েছে। গত ২৩ অক্টোবর শুক্রবার বিকালে দ্বি-বার্ষিক সম্মেলনে গোলাম মাওলা’কে সভাপতি ও আবুল হোসেন আর্মিকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করেন মীরসরাই উপজেলা বিএনপি’র একাংশের আহ্বায়ক এম. আলাউদ্দিন।
ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবুল হোসেন আর্মির সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন মীরসরাই উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মঈন উদ্দিন মাহমুদ। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির একাংশের আহ্বায়ক এম. আলাউদ্দিন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাজিম উদ্দিন মজুমদার, নূর হোসেন, আজিজুল হক, হেদায়েত উল্ল্যাহ, সলিম উল্ল্যা, ছালেহ আহমেদ ডিপটি, জাপর আহম্মদ, জয়নাল আবেদীন, ওমর ফারুক, শরীফ উদ্দিন রাজীব প্রমুখ।
কমিটির অন্যান্য সদস্যরা হলো সহ-সভাপতি নাজিম উদ্দিন মজুমদার, সলিম উল্ল্যা, হেদায়েত উল্ল্যা, নুরুল আলম মেম্বার, দিদারুল আলম, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন।