সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

করেরহাটে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

প্রেস বিজ্ঞপ্তিঃ
আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে করেরহাট ইউনিয়নের পশ্চিম জোয়ার, জয়পুর পূর্বজোয়ার, দক্ষিণ পশ্চিম জোয়ার ও ছত্তরুয়া গ্রামের অর্ধশতাধিক অসচ্ছল পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে পশ্চিম জোয়ার ক্রীড়া সংস্থা। ৩ মে (শুক্রবার) বিকালে সংস্থা প্রাঙ্গণে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি তোফায়েল আমিন মাসুদ। এসময় উপস্থিত ছিলেন করেরহাট ইউনিয়ন পরিষদের সদস্য জনাব শহীদুল্লাহ, মুক্তিযোদ্ধা প্রকৌশলী জনাব মনির আহম্মদ, মুক্তিযোদ্ধা জনাব করিমুল হক, ব্যবসায়ী মাসুদ করিমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভাপতির বক্তব্যে তোফায়েল আমিন মাসুদ বলেন, ‘রমজান মাসকে সামনে রেখে এলাকার অসচ্ছল পরিবারগুলোকে সহযোগিতা করতে এ উদ্যোগ। আমাদের যেসকল সদস্য, শুভাকাঙ্ক্ষী পৃষ্ঠপোষক আর্থিকভাবে সহযোগিতা করেছেন, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। আগামীতেও আমাদের উদ্যোগ অব্যাহত থাকবে।’

সংস্থার সাধারণ সম্পাদক ওমর ফারুক ইমনের সঞ্চালনায় এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহসভাপতি নাজিম উদ্দিন রিপন, মিজানুর রহমান রুবেল, সাবেক সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান মাসুক, সাবেক সাধারণ সম্পাদক তানভীর জাহেদ, কার্যকরী পরিষদ সদস্য মোয়াজ্জেম হোসেন স্বপন, সহসাধারণ সম্পাদক মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন, অর্থ সম্পাদক আরিফুর রহমান, ক্রীড়া সম্পাদক রাকিবুল হাসান, প্রচার সম্পাদক মোহাম্মদ নাঈম, অফিস সম্পাদক মারিফুল ইসলাম মুহিন, সহ ক্রীড়া সম্পাদক আশরাফ আসিফ, সহ প্রচার সম্পাদক মাহমুদুল হাসান, সহ অফিস সম্পাদক তারিফুল হাসান প্রমুখ।