সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

করাচি বিমানবন্দরে হামলায় নিহত বেড়ে ৩৪

27391_karachi

পাকিস্তানের করাচি বিমানবন্দরে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৪ জনে উন্নীত হয়েছে। হামলার দুই দিন পর আজ বিমানবন্দরটির মালামাল সংরক্ষণের একটি ভবনের ভেতর থেকে আরও ৭টি মৃতদেহ উদ্ধার করেন উদ্ধারকারী দলের সদস্যরা। পাকিস্তানভিত্তিক তেহেরিক-এ-তালেবানের সদস্যরা এ হামলা চালায়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। হাসপাতাল মর্গের কর্মকর্তারা জানিয়েছেন, আগুনে ভয়াবহভাবে পুড়ে যাওয়ায়, মৃতদেহগুলো শনাক্ত করা অসম্ভব হয়ে পড়েছে। এদিকে কেউ কেউ পুড়ে যাওয়া পরিচয়পত্র বা অন্য কোন চিহ্নের মাধ্যমে স্বজনদের লাশ শনাক্তের চেষ্টা করছেন। এ হামলার ঘটনায় পাকিস্তানজুড়ে নেমে আসে শোকের ছায়া। বিমানবন্দরগুলোতে নেয়া হয় উচ্চ সতর্কতা এবং একই সঙ্গে গুরুত্বপূর্ণ দুটি বিমানবন্দরে জারি করা হয় রেড অ্যালার্ট।