এই খুশির ঈদে ***
বিদিশা দাস ***
আমি বেশি কিছু চাইনা !
শুধু এতটুকু চাই,
কিছু চাওয়া তার পাওয়া খুঁজে পাক,
কিছু করুণ মুখে ফুটুক খুশির হাসি,
কিছু এতিম শিশু পেটভরে খেতে পাক,
মনের আঁধার কোণে কিছু আলো পৌঁছাক ।
কিছু দুঃখ-ব্যথার অশ্রু ধুয়ে মুছে যাক,
কিছু আশা দীপ জ্বালুক না বাতায়নে !
যত হিংসা-বিদ্বেষ জ্বলেপুড়ে হোক খাক,
সব শূণ্যতার মুঠোগুলো পূর্ণতায় ভরা থাক ।
কিছু আনন্দ ভাগাভাগি করে নিক মন,
ধনী-দরিদ্র,দুঃখী-আর্ত-আতুর নির্বিশেষে
সেমাই ফিরনি খাওয়ার সকল আয়োজন,
তবেই হবে সবাই প্রকৃত মানুষ প্রভুর প্রিয়জন ।।