নিজস্ব প্রতিনিধি :: পাক্ষিক খবরিকার মধ্যপ্রাচ্য প্রতিনিধি কবি ও সাংবাদিক মনির উদ্দিন মান্না’র পিতা মোহাম্মদ নুরুল ইসলাম কোম্পানি ( ৯০) ৮ মে বুধবার রাত ৩টায় পরলোকগমন করেন । ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স মৃত্যুকালে স্ত্রী, ছেলে, মেয়ে সহ অসংখ্য, আত্বীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর গ্রামের বাড়ী মীরসরাইয়ের ওচমানপুর গ্রামে। তবে তিনি দীর্ঘবছর ধরে চট্টগ্রামের ভাটিয়ারী, বি এম এ, গেট সংলগ্ন স্থানে ব্যবসা বানিজ্য কেন্দ্রিক স্থায়ী নিবাসী ছিলেন। তাঁর ছোটপুত্র কবি ও সাংবাদিক মনির উদ্দিন মান্না পাক্ষিক খবরিকার প্রতিষ্ঠাকালীন সময় থেকেই পত্রিকার নিজস্ব প্রতিবেদক ও বর্তমানে মধ্যপ্রাচ্য প্রতিনিধি । এছাড়া
জাতীয় কবিতা মঞ্চ, দৈনিক যুগান্তর স্বজন সমাবেশ, কবি নজরুল সাহিত্য পরিষদ, আর্দশ বন্ধু ফোরাম, রীসরাই সমিতি সহ বিভিন্ন সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা। আজ ( ৯ এপ্রিল) বাদ যোহর মাদাম বিবির হাট, চেয়ারম্যান ঘাটা নিজ নিবাসে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এতে আত্মীয়-স্বজন সহ সকলে উনার নামাজে জানাজা অংশগ্রহণ করে উনার বিদেহী আত্নার মাগফিরাত কামনা করার আহবান জানাচ্ছি। নামাজে জানাজা শেষে বিএম রেল গেটস্থ পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। কবি ও সাংবাদিক মনিরের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে পাক্ষিক খবরিকা পরিবার। খবরিকা সাংবাদিক ইউনিট মরহুমে আত্মার মাগফেরাত ও ত্যাগি ব্যক্তি মনিরের পিতৃবিয়োগে পরিবারের সকলের প্রতি গভীর সমবেদনা জানান।