Sunday, January 19Welcome khabarica24 Online

কবি অহিদুল ইসলামরে কবিতা “স্বপ্ন দিগন্ত”

8571823941735_n

স্বপ্ন দিগন্ত
অহিদুল ইসলাম
স্বপ্ন দিগন্তে
স্বপ্ন ছুটে চলা
বাদ্য বাজে
বাজাও বেহুলা।।
যন্ত্র বাজে মন্ত্রের সুরে
মানুষ ভবঘুর
দূরের আকাশ ছোঁয়ার স্বপন
ইচ্ছে বহুদূর।
ইচ্ছের রঙ নির্বাসনে
অনিচ্ছেরী সানাই
স্রষ্টার খেল রঙধনুতে
বুঝোরে ও ননাই।।
স্বপ্ন দিগন্তে।…৪
যতবার খুলি স্বপ্ন দুয়ার
ততবার দেখি মুখ
ক্লান্ত হৃদয় ভাবনায় খুঁজে
স্বপ্নে বুনা সুখ।
সুখের আকাশে ইচ্ছে ঘুড়ির
লুকোচুরী মন খেলা
দূর দিগন্তে স্বপ্ন প্রিয়
মন মিতালীর মেলা।
খেলাঘর ভাঙে পুতুলের ঘরে
নির্বাসনে স্বপন
অনিচ্ছেরী সানাই বাজে
মিথ্যে আলাপন।
স্মৃতির আকাশে বিস্মৃতি মন
আঁধার শুধু আঁধার
বারবার খুঁজি নির্বাক চোখে
নিরব হাহাকার।
হাহাকার মন
কে বুঝে ক্ষণ
বাজে না মন সানাই
স্রষ্টার খেল রঙধনুতে
বুঝরে ও ননাই।
স্বপ্ন দিগন্ত।…..