বিশেষ প্রতিনিধি-
মীরসরাই পৌরসভার পূর্বগোভানিয়া গ্রামের কবি কুটির সুরভীকুঞ্জে ‘ রোকেয়া সাত্তার স্মৃতি পাঠাগার’ এর ভিত্তি প্রস্থর স্থাপন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন ও সহকারি কমিশনার ভূমি প্রশান্ত চক্রবর্তী। রবিবার ( ৩ নভেম্বর ) সকাল সাড়ে ১০টায় উক্ত পাঠাগারের ভিত্তিপ্রস্থর ফলক উম্মোচন পরবর্তি দোয়া মোনাজাত এবং ভিত্তি প্রস্থর স্থাপনের পর পাঠাগারের উদ্যোক্তা কবি ও সাংবাদিক মাহবুব পলাশ এর সভাপতিত্বে সংক্ষিপ্ত পরিসরে এক হৈমন্তি সাহিত্য আসর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অপকার নির্বাহী পরিচালক মো: আলমগীর, নাট্যকার মঈন উদ্দিন আহমদ চৌধুরী সেলিম, মীরসরাই কলেজের বাংলার প্রভাষক নজরুল ইসলাম, আক্তার হোসেন চৌধুরী, আবুল খায়ের বাদশা মিয়া, মাষ্টার সুবর্ণা জেসমিন চৌধুরী, নাজমুন নাহার জলি প্রমুখ।
ভিত্তি প্রস্থর স্থাপনকালে দোয়া মোনাজাত করেন মাওলানা আলাউদ্দিন। জীবনানন্দ দাস এর ‘ আবার আসিব ফিরে এই ধান সিঁড়িটির তীরে এই বাংলায়’ আবৃত্তি দিয়ে শুরু হওয়া হৈমন্তি সাহিত্য সভায় বনলতা সেন আবৃত্তি করেন প্রতাপ বণিক রানা, স্বরচিত কবিতা আবৃত্তি করেন কবি সুবর্ণা চক্রবর্তি, কবি চন্দনা চক্রবর্তি, ‘ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা’ গান পরিবেশন করে নিপা মজুমদার। কবি তাছলিমা চৌধুরী সুরভী আবৃত্তি করে মাহবুব পলাশের কবিতা ‘ হেমন্তের বিকেলে’। ছোট্ট বন্ধু অথৈ ও সারা আবৃত্তি করে জীবনানন্দ দাস ও সুকান্তের কবিতা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিকবৃন্দ যথাক্রমে রাজীব মজুমদার, নাছির উদ্দিন, কামরুল ইসলাম, জাবেদ হোসাইন, নাছির উদ্দিন ভূঞা, মীর হোসেন, সানোয়ার ইসলাম রনি, রিপন গোপ পিন্টু, ইব্রাহিম মাহমুদ, তাকিবুর রহমান, ইউসরা নাবিদ প্রমুখ।
স্থানীয় গনমান্য ব্যক্তিগনের মধ্যে উপস্থিত ছিলেন যথাক্রমে নুরুননবী ভাষানী, নিজাম উদ্দিন মানিক, অজিত কুমার, লিটন দাস প্রমুখ। কবিতা আবৃত্তি শেষে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন বলেন গ্রামীন জনপদে এই সৃজনশীল উদ্যোগ সফল করতে তাঁর পক্ষ থেকে সকল সহযোগিতা এবং এলাকার রাস্তাঘাট উন্নয়নে ও সর্বাত্মক সহযোগিতা করা হবে।