Wednesday, February 12Welcome khabarica24 Online

কন্যা সন্তানের বাবা হলেন নিরব

 

কন্যা সন্তানের বাবা হয়েছেন অভিনেতা ও মডেল নিরব। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর একটি হাসপাতালে নিরবের সন্তান পৃথিবীতে আসে। স্ত্রী তাশফিয়া ঋদ্ধি ও শিশু দুজনই ভালো আছে বলে জানিয়েছেন নিরব। মেয়ের নাম রাখা হয়েছে সুহাইমা হোসেন যুওয়াইনাহ্ ।

নিরব বলেন, ‘আমি অনেক লাকি যে আমি মেয়ের বাবা হতে পেরেছি। গতকাল রাতে আমার কন্য পৃথিবীর আলো দেখেছে। এখন মেয়ে ও মেয়ের মা দুজনই ভালো আছে। আমার এবং স্ত্রীর দুজনেরই ইচ্ছে ছিল আমাদের যেন কন্যা সন্তান হয়। সবাই দোয়া করবেন আল্লাহ যেন দুজনকেই ভালো রাখেন।

ড. হাসিনা আফরোজের তত্ত্বাবধানে আছেন তাশফিয়া ঋদ্ধি ও কন্যা সুহাইমা। নিরব জানান আগামী দুদিনের মধ্যে তারা হাসপাতাল ছেড়ে বাসায় যাবেন।

২০১৪ সালের ২৬ ফেব্রুয়ারি নিরব ও ঋদ্ধির বিয়ে হয়। মডেল হিসেবে পরিচিতি পেলেও ইদানিং নিরব চলচ্চিত্র নিয়ে ব্যস্ত সময় পার করছেন। মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর একাধিক ছবি।