রাষ্ট্রপতি আবদুল হামিদ আজ দুর্নীতি দমনের লক্ষ্যে কঠোরভাবে দায়িত্ব পালনের জন্য দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দিয়েছেন।
আজ বিকেলে বঙ্গভবনে দুদক চেয়ারম্যান এম বদিউজ্জামান সংস্থার বার্ষিক প্রতিবেদন ২০১৩ রাষ্ট্রপতির হাতে তুলে দিলে তিনি এ কথা বলেন। রাষ্ট্রপতি আইনি লড়াই চালিয়ে যাওয়ার জন্যও দুদক চেয়ারম্যানকে নির্দেশ দেন।
সাক্ষাতকালে দুদক চেয়ারম্যান বার্ষিক বিবরনীর বিভিন্ন বিষয়বস্তু রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন।
চার সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্বদানকারি দুদক চেয়ারম্যান দুর্নীতি দমনের লক্ষ্যে কমিশন গৃহিত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।
দুদক চেয়ারম্যান রাষ্ট্রপতিকে জানান, কমিশন ২০১১ থেকে ২০১৩ পর্যন্ত বিশেষ জজ আদালতে ১ হাজার ৫৯৮টি মামলা দায়ের করেছে। এগুলোর মধ্যে ৮১১টি কমিশনের মামলা এবং বাকি ৭৮৭টি অধুনালুপ্ত দুর্নীতি দমন বু্যরো থেকে উত্তরাধীকার সূত্রে প্রাপ্ত।
আদালত ৬৯০ টি মামলা আমলে নিয়েছে উল্লেখ করে দুদক চেয়ারম্যান বলেন, দুদকের মামলা আমলে নেয়ার হার ৪৭ দশমিক এক শতাংশ। অন্যদিকে অধুনালুপ্ত দুর্নীতি দমন বু্যরোর মামলা আমলে নেযার হার ৩৯ দশমিক ১৪ শতাংশ।
রাষ্ট্রপতি আবদুল হামিদ ধৈর্যয সহকারে দুদক প্রতিনিধিদলের কথা শোনেন এবং কমিশনের উন্নয়নে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।
এসময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।