শাহ আবদুল্লাহ আল রাহাতঃ আগামী ১৫ আগষ্ট কক্সবাজার একাডেমীর সাথে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে কক্সবাজারের উদ্দেশ্য মিরসরাই ছাড়বে মিরস্বরাই স্পোর্টিং ক্লাব। সফরসূচিতে রয়েছে দুটি ওয়ানড়ে একটি টি-টুয়েন্টি। প্রথম ওয়ানড়ে মাঠে গড়াবে ১৬ আগষ্ট কক্সবাজার বিমানবন্দর সংলগ্ন মাঠে। ২য় ওয়ানড়ে ১৭ আগষ্ট একই ভেন্যু। শেষ টি-টুয়েন্টি টি মাঠে গড়াবে ১৮ আগষ্ট ।এই জন্য গত ১১ আগষ্ট বৃষ্টিস্নাত দুপুরে মিরস্বরাই স্পোর্টিং ক্লাব কার্যালয়ে ২৫ সদস্যর দল ঘোষনা করেন মিরস্বরাই স্পোর্টিং ক্লাব সভাপতি ও প্রধান পরিচালক জসিম উদ্দিন দুলাল।এই সময় উপস্থিত ছিলেন মিরস্বরাই স্পোটিং ক্লাবের ক্রিকেট বিভাগের হেড় কোচ মেজবা উল আলম ও মিরস্বরাই স্পোর্টিং ক্লাবের মিডিয়া সমন্বয়কারী দ্বীন মোহাম্মদ।এসময় হেড় কোচ মেজবা উল আলম জানান,বৈরী আবাহাওয়ার কারণে সময়সূচি পরির্বতন হতে পারে। মিরস্বরাই স্পোর্টিং ক্লাবের অনত্যম সমন্বয়কারী শামসুদ্দিন আবির জানিয়েছেন,এই প্রথম মিরস্বরাই থেকে আন্তজার্তিক মানের ক্রিকেট খেলতে সফরে যাচ্ছে মিরস্বরাই স্পোর্টিং ক্লাব ক্রিকেট দল।