‘কওমি মাদ্রাসার মধ্যে জঙ্গি আছে’ সরকারের এমন মনোভাবকে চ্যালেঞ্জ করে হেফাজতে ইসলামের আমির আল্লামা শফী বলেছেন, কওমি মাদ্রাসার ছাত্রদের মধ্যে মারামারি-গোলাগুলির প্রমাণ দিতে পারলে পুরস্কার দেয়া হবে। তিনি বলেন, স্কুল-কলেজে তো দুই দল মারামারি-গোলাগুলি করে, জঙ্গি বললে তাদেরই বলতে হবে। শুক্রবার বিকালে কক্সবাজারের পেকুয়ায় আয়োজিত ইসলামি মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
১৩ দফা দাবি মেনে নেয়ার জন্য সরকারকে আহ্বান জানিয়ে শফী বলেন, হেফাজত ইসলাম কাউকে গদিতে বসাতে বা নামাতে আন্দোলনে নামেনি। সরকার, আওয়ামী লীগ, ছাত্রলীগের সাথে আমাদের কোনো বিরোধ নেই। তারা মুসলমান হলে আমাদের ১৩ দফা মেনে নেবে। না মানলে আন্দোলন চালিয়ে যাবে হেফাজত।