Sunday, February 16Welcome khabarica24 Online

ওয়ানডে সিরিজ অস্ট্রেলিয়ার

222071_323808

 

অ্যাশেজ হারলেও ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। সিরিজ নির্ধারণী পঞ্চম ও শেষ ওয়ানডেতে ইংল্যান্ডকে ৮ উইকেটে হারিযেছে অজিরা।রোববার ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৩৩ ওভারে মাত্র ১৩৮ রানে গুটিয়ে যায় ইংলিশরা। দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন স্টোকস। এছাড়া ৩৫ রানে অপরাজিত থাকেন আদির রশিদ। টেইলর (১২) ও মার্ক উড (১৩)। জনি বেইরস্ট ১০ ছাড়া আর কেউ দুই অংকের ঘরে পৌঁছতে পারেনি।অস্ট্রেলিয়ার পেসার মিচেল মার্শ ২৭ রানে ৪ উইকেট এবং ২১ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন হেস্টিংস। এছাড়া মিশেল স্টার্ক ও অ্যাস্টন নেন অ্যাগার একটি করে উইকেট লাভ করেন।১৩৯ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ২ উইকেট হারিয়ে ১৫৪ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় সফরকারীরা।অজিদের পক্ষে সর্বোচ্চ ৭০ রান করেন অ্যারোন ফিঞ্চ। এছাড়া জর্জ বেইলি ৪৫ বলে অপরাজিত ৪১ এবং অধিনায়ক স্টিভেন স্মিথ ৩১ রান করেন।স্বাগতিক ইংল্যান্ডের ডেভিড উইলি ও মার্ক উড একটি করে উইকেট লাভ করেন। ম্যাচ সেরা এবং ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন মিশেল মার্শ।