সোমবার, ৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ওয়ানডে দলে নতুন মুখ লিটন ও মুস্তাফিজ

litan-mustafizur_278730

 

ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে জায়গা পেয়েছেন দুই নতুন মুখ ব্যাটসম্যান লিটন কুমার দাস ও পেসার মুস্তাফিজুর রহমান। শনিবার ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইনজুরির কারণে দলে জায়গা হয়নি মাহমুদউল্লাহর। পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন পেসার আবুল হাসান। এছাড়া দল অপরিবর্তিত রয়েছে। ইনজুরি কাটিয়ে ফর্মে ফিরলেও ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে জায়গা হয়নি ওপেনার এনামুল হকের।ওয়ানডে দলের নতুন মুখ মুস্তাফিজুরের আন্তর্জাতিক অভিষেক হয়েছে পাকিস্তানের বিপক্ষে টি ২০ ম্যাচে। অভিষেক ম্যাচেই চার ওভারে ২০ রান দিয়ে দুই উইকেট নিয়েছিলেন এই বাঁ-হাতি বোলার। আন্তর্জাতিক ক্রিকেটে লিটন কুমার দাসের অভিষেক হয়েছে ভারতের বিপক্ষে ফতুল্লা টেস্টে। ওয়ানডে দলের কম্বিনেশন নিয়ে কোনো কথা বলতে চাননি প্রধান নির্বাচক ফারুক আহমেদ। চিঠি দিয়ে তাকে কথা বলতে নিষেধ করেছে বিসিবি। ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে ১৮ জুন। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ২১ ও ২৪ জুন। সব ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। ম্যাচ শুরু হবে বিকেল ৩টা ৩০ মিনিটে।ওয়ানডে দল : মাশরাফি মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানি, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, রনি তালুকদার, মুস্তাফিজুর রহমান ও লিটন কুমার দাস।জুলাইয়ে কোহলিদের জিম্বাবুয়ে সফরবাংলাদেশ সফর শেষে দেশে ফিরে খুব বেশি দিন বিশ্রাম পাচ্ছেন না কোহলিরা।তিন ওয়ানডে ও দুই ম্যাচের টি ২০ সিরিজ খেলতে আগামী মাসে জিম্বাবুয়ে সফরে যাবে ভারত। জিম্বাবুয়ে ক্রিকেটের (জেডসি) ম্যানেজিং ডিরেক্টর অ্যালিস্টার ক্যাম্পবেল জানিয়েছেন, তিনটি ওয়ানডে এবং দুটি টি ২০ খেলতে ৭-২০ জুলাই আফ্রিকান দেশটিতে সফরে আসবে ভারতীয় ক্রিকেট দল। দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ভারত সর্বশেষ ২০১৩ সালে জিম্বাবুয়ে সফর করেছিল এবং পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছিল। এবার ভারত পূর্ণ শক্তির দল জিম্বাবুয়ে সফরে পাঠায় কিনা সেটাই দেখার বিষয়। দুই বছর আগের সফরে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বিশ্রাম দেয়া হয়েছিল এবং বিরাট কোহলিই দলকে নেতৃত্ব দিয়েছিলেন। একটি টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার জন্য বর্তমানে বাংলাদেশ সফরে রয়েছে ভারত।জিম্বাবুয়ে সফরের সূচি এখনও চূড়ান্ত হয়নি। তবে টুইটারের মাধ্যমে সফর নিশ্চিত করেছেন ক্যাম্পবেল, চুক্তি হয়েছে, আমি নিশ্চিত করতে পারি। তিনটি ওয়ানডে ও দুটি টি ২০ খেলার জন্য ভারতীয় দল ৭ জুলাই এখানে পৌঁছবে এবং ২০ জুলাই জিম্বাবুয়ে ত্যাগ করবে। ওয়েবসাইট।