শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ওসমানী মেডিক্যালের ১০ ছাত্রলীগ নেতাকে বহিষ্কার

image-2_108817

এক ছাত্রদল কর্মীকে পিটিয়ে হত্যার ঘটনায় ছাত্রলীগের ১০ নেতা-কর্মীকে সাময়িক বহিষ্কার করেছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।
শনিবার বিকেলে সিলেট ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ মোর্শেদ আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে এ কথা জানানো হয়েছে। বহিষ্কৃতরা হলেন মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সোমেন দে, সাধারণ সম্পাদক সাইফুল হাই, সাংগঠনিক সম্পাদক রাফি, ছাত্রলীগ কর্মী হাফিজ, পাঠনা, অনন্ত বীর, ফাহিম, শরিফুল, জোবায়ের ও রিপন। বহিষ্কারের আদেশে বলা হয়েছে, ‘যেহেতু তাঁরা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি, তাই তাদের সাময়িক বরখাস্ত করা হলো।’কলেজ কর্তৃপক্ষের এ সিদ্ধান্তের পর বিকেলে নগরীর দরজা মহল্লার একটি হোটেলে সংবাদ সম্মেলন করে সিলেট মহানগর বিএনপি রোববারের ডাকা অর্ধদিবস হরতাল প্রত্যাহার করে নিয়েছে। গত ৪ জুন সন্ধ্যায় নগরীর পুরতন মেডিকেল কলোনীর আবুসিনা ছাত্রবাসে ছাত্রদলকর্মী তৌহিদুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। তৌহিদ মেডিকেল কলেজের ৪৯তম ব্যাচের ৪র্থ বর্ষের ছাত্র।