শনিবার, ৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ওমানে অগ্নিকাণ্ডে চার বাংলাদেশি নিহত

image_186660.dtl_11_2_2015_5_20_37

 

ওমানে ফার্নিচার তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে চার বাংলাদেশি নিহত হয়েছে। এই ঘটনায় মোট ছয়জন মারা গেছেন। আহত হয়েছেন একজন। নিহত বাকি দুইজন পাকিস্তানি নাগরিক। আজ বুধবার ভোরে দেশটির রাজধানী মাস্কাট থেকে সাড়ে ৩০০ কিলোমিটার দূরে বুরাইমি এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (মিশন ও কল্যাণ ) আজহারুল।ওমানের বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে তিনি জানান একটি সোফা তৈরির কারখানায় ঘুমিয়ে থাকা অবস্থায় আগুন লাগলে চারজন বাংলাদেশি মারা যান। খবর পেয়ে দূতাবাসের কর্মকর্তারা সেখানে গেছেন।এদিকে ওমানের পাবলিক অথরিটি ফর সিভিল ডিফেন্স ও এম্বুলেন্স, ছয়জন নিহতের খবর নিশ্চিত করে টুইট করেছে। ওমানের সংবাদ মাধ্যম বলছে যখন আগুন নিয়ন্ত্রণে আনা হয়, ততক্ষণে চার বাংলাদেশি ও দুই পাকিস্তানি নাগরিক আগুনে পুড়ে মারা যান। এই ঘটনা একজন আহত হন।