নিজস্ব প্রতিবেদক :
মীরসরাই উপজেলার ওচমানপুর ইউনিয়নে পুকুরে ডুবে বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৪ মার্চ) দুপুরে ওচমানপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাঁশখালী গ্রামের ভোলা মেম্বার বাড়িতে ওই মর্মান্তিক ঘটনা ঘটে।
ওই যুবকের নাম হারুন উর রশিদ (৩০)। তার বাবার নাম হাজী এনামুল হক। পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার দুপুর প্রায় সাড়ে ১২ টায় বাড়ির পুকুরে গোসল করতে যায় হারুন। অনেকক্ষণ পরেও ঘরে ফিরে না আসায় পরিবারের লোকজন হারুনকে খুঁজতে থাকে। পরবর্তীতে তার পরিবারের সদস্যরা হারুনকে পুকুরে ভাসতে দেখে তাৎক্ষণিক উদ্ধার করে মস্তাননগরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুকুরে ডুবে বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ওচমানপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য খালেদুর রহমান।