মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

এ অবস্থা থেকে জাতি মুক্তি চায়: এরশাদ

ersad_2_245801
আওয়ামী লীগ এবং বিএনপির শাসনে মানুষ আজ দিশেহারা এমন মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দুই যুগ ধরে দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপিকে দেখছে। দুই যুগে ওই দুই দলের শাসনে দেশের মানুষ অতিষ্ট। মানুষ আজ দিশেহারা। এই অবস্থা থেকে তারা এখন মুক্তি চায়। আর জাতীয় পার্টিই মানুষকে সেই মুক্তি এনে দিতে পারে।সোমবার বনানী কার্যালয়ে রাজশাহী জেলা জাতীয় পার্টির নেতা ও কর্মীদের সাথে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।দেশের স্বার্থেই জাতীয় পার্টিকে ক্ষমতায় নিয়ে আসতে হবে এমন দাবি করে এরশাদ বলেন, উন্নয়ন-শান্তি-সমৃদ্ধি নিয়ে আসতে গোটা জাতি এখন পরিবর্তন চায়। আর এ পরিবর্তন আসতে পারে জাতীয় পার্টিকে ক্ষমতায় আনার মাধ্যমে।প্রত্যেক জেলায় সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার করার জন্য জেলা নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন। এসময় আরো বক্তব্য দেন- প্রেসিডিয়াম সদস্য এস.এম. ফয়সল চিশতী, সিনিয়র যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া, যুগ্ম মহাসচিব নুরুল ইসলাম নুরু ও ব্যারিষ্টার দিলারা খন্দকার প্রমুখ