Saturday, December 14Welcome khabarica24 Online

এস আই টুটুলের মিউজিক ভিডিওতে চিত্রনায়ক প্রহর

সিডি ভিশন এর ব্যানারে আসছে এস আই টুটুল ও তিন্নির কন্ঠে চিত্রনায়ক রাশেদ প্রহর ও নাসা খান এর “একটু একটু করে বুকেরি ভিতর” গানের মিউজিক ভিডিও।
গানটি লিখেছেন ও সুর করেছেন আনোয়ার শিকদার। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন সেলিম রেজা, ডি ও পি ছিলেন লাল মুহাম্মদ।
কক্সবাজারের বিভিন্ন লোকেশনে গানটির শুটিং করা হয়। কক্সবাজার তার নৈসর্গিক সৌন্দর্য্যের জন্য বিখ্যাত।
মিউজিক ভিডিওটি সম্পর্কে চিত্রনায়ক রাশেদ প্রহর জানান, “একটু একটু করে বুকেরি ভিতর” একটি অসাধারন মিউজিক ভিডিও হয়েছে। আশাকরি দর্শকদের মিউজিক ভিডিওটি ভালো লাগবে।
পরিচালক সেলিম রেজা আরো জানান, গানের শুটিং ,এডিটিং সমস্ত কিছুই শেষ করেছি এখন শুধু দর্শকদেরকে উৎসর্গ করা বাকি মাত্র এছাড়াও এটি একটি বিগ বাজেট মিউজিক ভিডিও বর্তমান শ্রোতাদের চাহিদার কথা মাথায় রেখেই “একটু একটু করে বুকেরি ভিতর” গানের মিউজিক ভিডিও করা হয়েছে। যা বর্তমান প্রেক্ষাপটে এটি বিশেষ অবদান রাখবে।

“একটু একটু করে বুকেরি ভিতর” গানের মিউজিক ভিডিও গানটিতে এস আই টুটুলের সঙ্গে দ্বৈতভাবে কন্ঠ মিলিয়েছেন তিন্নি । অতিশিগ্রই সিডি ভিশন এর ব্যানারে ইউটিউবেও গানটি দেখা যাবে।