“একজন এসএসসি পরীক্ষার্থীর উপর যদি পেট্রোল বোমা ছোঁড়া হয় তাহলে বিএনপিও এর থেকে রক্ষা পাবেনা, এর দায়ভার বিএনপিকে নিতে হবে”। ২৯ শে জানুয়ারি (বৃহস্পতিবার) চট্টগ্রামের মীরসরাইয়ে নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজে মিরসরাই উপজেলা ছাত্রলীগ সভাপতি বাংলাদেশ ছাত্রলীগের ৬৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ছাত্র সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে এ হুশিয়ারী উচ্চারণ করেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচ.এম বদিউজ্জামান সোহাগ। এসময় বিশেষ বক্তার বক্তব্যে ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বলেন, বিএনপি-জামায়াতের নাশকতার বিরুদ্ধে প্রয়োজনে বাঁশের লাঠি নিয়ে রাজপথে থাকতে ছাত্রলীগের নেতাকর্মীদের নির্দেশ দেন।
মীরসরাই উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাইনুর ইসলাম রানার সভাপতিত্বে ও যুগ্ন আহ্বায়ক এমরান হোসেন সোহেলের সঞ্চালনায় উক্ত ছাত্রসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এম.পি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামীলীগের সভাপতি মো: নুরুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এম.এ সালাম, কেন্দ্রীয় ছাত্রলীগের নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক শাহাদাৎ হোসেন রাজন, উত্তরজেলা ছাত্রলীগের সভাপতি মো: বখতেয়ার সাঈদ ইরান, সাধারণ সম্পাদক মো: আবু তৈয়ব। এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক জসিম উদ্দিন, সদস্য নুরুল হুদা, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি রিয়াজ উদ্দিন শোভন, মীরসরাই উপজেলা আওয়ামলীগের সভাপতি শেখ আতাউর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, যুগ্ন সম্পাদক নুরুল মোস্তফা, মীরসরাই পৌরসভার মেয়র এম. শাহজাহান, বারইয়ারহাট পৌরসভার মেয়র এস.এম তাঁহের ভূ্্ঁইয়া সহ কেন্দ্রীয় ছাত্রলীগ, চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগ, মীরসরাই উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ প্রমুখ।
এসএসসি পরীক্ষার্থীদের ওপর পেট্রোল বোমা পড়লে দায় নিতে হবে বিএনপিকে -মীরসরাইতে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি বদিউজ্জামান সোহাগ
Warning: Trying to access array offset on value of type bool in /home/khabarica24/public_html/wp-content/themes/taslimnews/inc/template-tags.php on line 163