সোহাগ গাজীর বদলে এশিয়ান গেমসে মাঠে নামবেন সাকিব আল হাসান। এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক ফারুক আহমেদ। তিনি বলেন, সাকিব এশিয়ান গেমসে খেলেছে। সন্দেহজনক বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত সোহাগ গাজীর বদলে নেয়া হয়েছে সাকিবকে।
প্রধান নির্বাচক জানিয়েছেন, দল গঠন করে আমরা বোর্ডকে দিয়েছি। তাই এ বিষয়ে এখন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বোর্ড। আর চূড়ান্ত সিদ্ধান্ত মানে শুধু আনুষ্ঠানিক ঘোষণা।
এ ব্যাপারে অফিসিয়াল কোনো বক্তব্য দিতে অস্বীকৃতি জানিয়েছেন বিসিবির এই নির্বাচক। তিনি বলেছেন বোর্ড সিদ্ধান্ত না জানানোর আগে আমি এই ব্যাপারে বিস্তারিত বলতে পারব না।’ তবে তিনি জানিয়েছেন, ‘স্বর্ণপদক ধরে রাখতে আমাদের সম্ভাব্য সেরা দলটিকেই পাঠাতে চাই আমরা। যেহেতু সাকিবকে পাওয়া যাচ্ছে, তাকে পাঠাতে চাই আমরা।’
সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা কাটছে আগামী সেপ্টেম্বর মাসের ১৬ তারিখ থেকে। তারপরও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে ‘এ’ দলের সঙ্গে অনুশীলন করতে বলেছে। সাকিব ‘এ’ দলের সঙ্গেই অনুশীলন চালিয়ে যাচ্ছেন।
উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ার ইনচনে ১৯ সেপ্টেম্বর শুরু এশিয়াডে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। বিয়ের জন্য অধিনায়ক মুশফিকুর রহিম ছাড়া বলতে গেলে বাংলাদেশ জাতীয় দলই খেলছে এশিয়ান গেমস ক্রিকেটে। মুশফিকের পরিবর্তে দলে অধিনায়কের দায়িত্ব পালন করবেন মাশরাফি বিন মর্তুজা। এশিয়াডে বাংলাদেশ সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে।