বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪, ১০ শ্রাবণ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

এশিয়াডে দ্বিতীয় সোনা জয় ভারতের

image_134131.archery-men11

 

ইঞ্চিওনে এশিয়ান গেমসে দ্বিতীয় সোনা জিতল ভারত। শনিবার, এশিয়াডের অষ্টম দিনে তীরন্দাজিতে পুরুষদের দলগত বিভাগে আয়োজক দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সোনা জেতে অভিষেক বর্মা, রজত চহ্বান এবং সন্দীপ কুমারের ভারতীয় দল। ইরানকে হারিয়ে এদিন ব্রোঞ্জ পেয়েছে ভারতের মহিলা দলও।
ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর দক্ষিণ কোরিয়াকে মাত্র দুই পয়েন্টের ব্যবধানে হারিয়ে দেয় ভারত। ২২৭-২২৫ পয়েন্টে জয় ছিনিয়ে নেন ভারতীয় তীরন্দাজরা। তবে দক্ষিণ কোরিয়রা ভারতীয় তীরন্দাজদের থেকে একটি পারফেক্ট টেন বেশি মারেন।
এদিন পুরুষদের পাশাপাশি তৃষা দেব, পূর্বাশা শিন্দে, সুরেখা জ্যোতিদের মহিলা দলও ইরানকে হারিয়ে দেশকে পঞ্চদশ ব্রোঞ্জ পদকটি এনে দিলেন। সেমিফাইনালে চাইনিজ তাইপের কাছে ২২৪-২২৬ ব্যবধানে হারার পর তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে ইরানকে ৭ পয়েন্টের ব্যবধানে হারালেন তাঁরা। খেলার ফল ২২৪-২১৭।
এই জয়ের ফলে পদক তালিকায় ১৭ নম্বর স্থান থেকে ১১ নম্বর স্থানে উঠে এলো ভারত। এখনও পর্যন্ত ভারত পেয়েছে ২টি সোনা, ২ টি রুপো, ১৫টি ব্রোঞ্জ। তবে তীরন্দাজিতে সফল হলেও শুটিংয়ে লক্ষ্যভেদে ব্যর্থ হলেন গগন নারাং, সঞ্জীব রাজপুতরা। ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে ফাইনালেই উঠতে পারলেন না তাঁরা। অলিম্পিক পদকজয়ী নারাং পঞ্চদশ স্থানে শেষ করেন। দ্বাদশ স্থানে শেষ করেন রাজপুত।