বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

এলইডি বানিয়ে নোবেল জয় তিন জাপানি বিজ্ঞানীর

nobel_prize_156703
পদার্থবিদ্যায় ২০১৪-র নোবেল সম্মান পেলেন তিন জাপানি বিজ্ঞানী৷ এই তিন প্রফেসরের নাম ইসামু আকাসাকি, হিরোশি আমানো এবং সুজি নাকামুরা৷ পদার্থবিজ্ঞানের বর্তমান আঙিনায় এক নতুন ধরনের সেমিকন্ডাকটার, ব্লু এল ই ডি বা লাইট এমিটিং ডায়োড আবিষ্কারের জন্য এদের এই সম্মান দেয়া হল বলে মঙ্গলবার নোবেল কমিটির তরফ থেকে জানানো হয়েছে৷ জাপানে প্রফেসর নাকামুরার ঘুম ভাঙিয়ে এই সুখবর দেয়া হয়৷ এ ব্যাপারে তাঁর মন্তব্য, ‘এ অবিশ্বাস্য’৷এল ই ডি প্রথম আবিষ্কৃত হয় ১৯২৭ সালে৷ রুশ বিজ্ঞানী ওলেগ লোসেভ তা আবিষ্কার করেন৷ তবে ব্যবহারিক ক্ষেত্রে তার ফলিত প্রয়োগ শুরু হয় ১৯৬০-এর দশকে৷ বর্তমানে ইলেকট্রনিক্সের জগতে রিমোট কনট্রোলের উন্নতিসাধনের সঙ্গে এই এল ই ডি-র অগ্রগতির ওতপ্রোত সম্পর্ক৷নোবেল কমিটির চেয়ারম্যান প্রফেসর পার ডেলসিং তিন জাপানি বিজ্ঞানীর সাফল্য সম্পর্কে বলেছেন, ইদানীং বড় বড় কোম্পানি এই ব্লু এল ই ডি আবিষ্কারের জন্য লাগাতার গবেষণা চালিয়েছে৷ কিন্তু সফল না হয়ে তারা মাঝপথে হাল ছেড়ে দিতে বাধ্য হয়েছে৷ এরা তিনজন কিন্তু হাল ছাড়েননি৷ শেষ পর্যন্ত দুর্দান্ত সফলতাও পেলেন৷নোবেল পুরস্কারের সম্মানদক্ষিণা বাবদ সুইডিশ অর্থমূল্যে ৮০ লক্ষ ক্রোনার (৭ লক্ষ পাউন্ড স্টার্লিং) এই তিন জাপানি বিজ্ঞানীর হাতে তুলে দেওয়া হবে৷ প্রসঙ্গত ১৯০১ সাল থেকে এ পর্যন্ত ১৯৬ জন বিজ্ঞানী ও গবেষক পদার্থবিদ্যায় নোবেল সম্মান পেয়েছেন৷