জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষদূত হুসেইন মুহম্মদ এরশাদকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।মঙ্গলবার রাতে এরশাদকে ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করানো হয়। এরশাদের প্রেস এন্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় বিষয়টি নিশ্চিত করেছেন।সুনীল শুভরায় বলেন, পায়ে ব্যথা অনুভূত হওয়ায় স্যারকে সিএমএইচ এ ভর্তি করানো হয়েছে। সবাই উনার জন্য দোয়া করবেন।