প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ, জাতীয় পার্টি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদ এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর অফিস সূত্র জানায়, প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার এস এম খুরশিদ আলম তাদের কাছে শেখ হাসিনার ঈদ কার্ড পৌঁছে দেন।
বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের সংসদ ভবনের কার্যালয়ে তার সহকারী ব্যক্তিগত সচিব সুজাউল ইসলাম ঈদ কার্ড গ্রহণ করেন।
এইচ এম এরশাদের বারিধারার বাসভবনে তার ব্যক্তিগত সচিব সাইফুল আলম ঈদ কার্ড গ্রহণ করেন।
বেগম জিয়ার গুলশানের কার্যালয়ে আজ বিকেল ৫টায় তার বিশেষ সহকারি শিমুল বিশ্বাস ঈদ কার্ড গ্রহণ করেন।