শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

এরশাদ করবেন রংপুরে ঈদ আর রওশন ময়মনসিংহে

image_136589.rouson_201382580
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ রংপুরে, আর তার সহধর্মিণী বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ পৈত্রিক নিবাস ময়মনসিংহে ঈদ করবেন বলে জানা গেছে। হুসেইন মুহম্মদ এরশাদ ৩ অক্টোবর রংপুরে পৌঁছেছেন। ঈদের নামাজ পড়বেন রংপুর কেন্দ্রীয় ঈদগাহে। ঈদের নামাজ শেষে নিজ বাসভবন পল্লী নিবাসে নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। ৭ অক্টোবর ঢাকায় ফেরার কথা রয়েছে তার। অন্যদিকে এরশাদের সহধর্মিণী রওশন এরশাদ ৪ অক্টোবর ময়মনসিংহ গিয়েছেন। পৈত্রিক নিবাস সুন্দরমহলে উঠবেন। ঈদের দিন সেখানেই থাকবেন। ঈদের দিন বিকেলে অথবা পরদিন ঢাকায় ফিরতে পারেন বলে জানা গেছে।জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী জি এম কাদের ভাই এরশাদের সঙ্গে রংপুর অবস্থান করছেন। সেখানেই ঈদ উদযাপনসহ বেশ কিছু রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি। জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু ঈদের নামাজ পড়বেন গুলশান আজাদ মসজিদে। এরপর নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে চট্টগ্রামে যাবেন।
প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবারও জন্মস্থান চট্টগ্রামের হাটহাজারিতে ঈদ উদযাপন করবেন। বিকেলে নির্বাচনী এলাকার জনসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা ঈদ উদযাপনের জন্য এরই মধ্যে রংপুর পৌঁছেছেন। ঈদের নামাজ পড়বেন রংপুর কেন্দ্রীয় ঈদগাহে। নামাজ শেষে সর্বস্তরের নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। ঈদের পরও বেশ কয়েক দিন রংপুরে অবস্থান করবেন। ঢাকায় ফিরবেন ১৩ অক্টোবর।
প্রেসিডিয়াম সদস্য ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি ঈদ করবেন ঢাকায়। ঈদের নামাজ পড়বেন নির্বাচনী এলাকা শ্যামপুর ইউনিয়ন জামে মসজিদে। প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন খান শারীরিকভাবে অসুস্থ। ঈদের আগের দিন বিকেলে ৫টায় সস্ত্রীক আমেরিকা যাবেন চিকিৎসার জন্য। সেখানে ৩ সপ্তাহ অবস্থান করার কথা রয়েছে তার। চিকিৎসাকালীন ছেলের বাসা ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে অবস্থান করবেন। শারীরিক সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন অধ্যাপক দেলোয়ার হোসেন খান।