শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

এমকিউএম প্রধান আলতাফ লন্ডনে গ্রেপ্তার

26383_as

পাকিস্তানের মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম) প্রধান আলতাফ হোসেনকে অর্থ পাচার মামলায় গতকাল লন্ডনে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে লন্ডন মেট্রোপলিটন পুলিশ নিশ্চিত করেছে। তবে এ বিষয়ে আইনগত কারণে তারা বিস্তারিত জানায় নি। পুলিশ বলেছে, উত্তর-পশ্চিম লন্ডনে স্পেশাল অপারেশন চালাচ্ছিল তারা। বৃটিশ হাই কমিশনের এক মুখপাত্র বলেছেন, করাচিতে যুক্তরাজ্যের কনসুলেট অস্থায়ীভাবে বন্ধ রাখা হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বলেছেন, আলতাফ হোসেনকে গ্রেপ্তারের বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর বিষয়। এ বিষয়ে সরকার আইনগত ব্যবস্থা নেবে। তিনি এ বিষয়টি পার্লামেন্টকে অবহিত করার কথা বলেন। ওদিকে এমকিউএম নেতা আলতাফকে গ্রেপ্তারের বিষয়ে বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের কাছ থেকে জবাব চেয়েছে। তাকে কেন গ্রেপ্তার করে তার ব্যাংক একাউন্ট বন্ধ করা হয়েছে তারও ব্যাখ্যা দিতে বলা হয়েছে। দলের এমপি ড. ফারুক সাত্তার বলেন, কেন আলতাফ হোসেনকে হয়রান করা হচ্ছে। আদালতে তার বিরুদ্ধে কোন অভিযোগ নেই। এ ঘটনার প্রতিবাদে এম এ জিন্নাহ রোডের তিব্বত সেন্টারে বিশাল এক র‌্যালিতে অংশ নেন দলীয় কয়েক হাজার নেতাকর্মী।