এবোলার বিরুদ্ধে লড়াইয়ে এবার ময়দানে মাইক্রোসফটের অন্যতম প্রতিষ্ঠাতা পল অ্যালেন। এই মারণ ভাইরাসের সংক্রমণ রোধে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন তিনি। জাতিসংঘের এবোলা তহবিলে ১০ কোটি মার্কিন ডলার দান করেছেন অন্যতম শীর্ষ এই কর্মকর্তা। এক মার্কিন সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে একথা জানিয়েছেন অ্যালেন।এর কারণ হিসাবে পল অ্যালেন জানিয়েছেন, পশ্চিম আফ্রিকায় এবোলা মহামারির আকার ধারণ করায় তিনি উদ্বিগ্ন। তাই ‘অন্তরাত্মার ডাকে’ এই আর্থিক অনুদানের সিদ্ধান্ত বলে জানিয়েছেন বিল গেটসের এই সহযোগী।