Monday, February 10Welcome khabarica24 Online

এবার হানি সিংয়ের নায়িকা জ্যাকুলিন

az8aiyaw

গত এক বছরে রেকর্ডসংখ্যক জনপ্রিয় গান বলিউড ছবির মাধ্যমে উপহার দিয়েছেন আলোচিত সংগীত তারকা হানি সিং। মূলত একজন র‌্যাপার হলেও সেটিকে ছাপিয়ে বলিউডের জনপ্রিয় কণ্ঠে পরিণত হয়েছেন তিনি। শুধু তাই নয়, হানি সিং এখন ভিডিও মায়েস্ত্রোও বটে। কেননা ছবির প্রচারণার জন্য হানি সিংয়ের গান ও ভিডিওর উপস্থিতি অপরিহার্য হিসেবেই মনে করছেন বেশিরভাগ চলচ্চিত্র পরিচালক। আর তাই তো ছবির প্রচারণায় এখন পর্যন্ত অমিতাভ বচ্চন, শাহরুখ খান, অক্ষয় কুমার, অজয় দেবগান, কারিনা কাপুর, দিপিকা পাডুকোন, সানি লিওনসহ নামিদামী তারকাদের সঙ্গে হানি সিংকে এখন প্রায়ই দেখা যায়। অনেকে চলচ্চিত্রের ‘হিট মেশিন’ হিসেবেও আখ্যায়িত করেন এই তারকাকে। এদিকে খুব শিগগিরই হানি সিংয়ের নতুন একটি গানে সোনাক্ষিকে মডেল হিসেবে দেখা যাবে। আর নতুন খবর হচ্ছে এবার হানি সিংয়ের নায়িকা বনতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। এরই মধ্যে বিষয়টি পাকাপাকি হয়েছে। ‘কিক’ ছবিতে ‘জুম্মে কি রাত’ গানটিতে জ্যাকুলিনের পারফরমেন্স দেখে দারুণভাবে মুগ্ধ হয়েছেন হানি সিং। আর তখনই মনে মনে ঠিক করে রেখেছিলেন তার পরবর্তী গানে মডেল হিসেবে জ্যাকুলিনকে নেবেন। কথা অনুযায়ী জ্যাকুলিনকে প্রস্তাব দেয়ার সঙ্গে সঙ্গেই তিনি রাজি হয়ে যান। ব্যাপক আবেদনময়ী রূপে হানি সিংয়ের এই গানে দেখা যাবে জ্যাকুলিনকে। এই গানটি প্রসঙ্গে হানি সিং জানিয়েছেন, আমার প্রতিটি মিউজিক ভিডিওর আলাদা একটি থিম থাকে। সেরকম করেই এবারের নতুন ভিডিওটি করতে যাচ্ছি। এ বিষয়ে আর বেশি কিছু বলতে পারছি না। তবে গানটিতে আমার নায়িকা হিসেবে দেখা যাবে জ্যাকুলিনকে, এটা ফাইনাল। আশা করছি অন্যরকম একটি স্বাদ এই গানটির মাধ্যমে দর্শকদের দিতে পারবো।