এবার পবিত্র হজ পালন করতে সৌদি আরব গেছেন ৯৮ হাজার ৬৩৪ জন বাংলাদেশি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ মঙ্গলবার সকাল ৬টা ৩৭ মিনিটে ৩৫০ জন নিয়ে হজযাত্রী বহনকারী সৌদি এয়ার লাইনসের সর্বশেষ বিমান সৌদি আরবের উদ্দেশে রওনা দেয়। এসব যাত্রীদের মধ্যে বিভিন্ন হজ এজেন্সির মালিক ও গ্রুপ লিডারদের মাধ্যমে প্রতারিত ৩৯৮ জন হজযাত্রীও রয়েছেন। এ ছাড়া দুপুর ২টায় সৌদি এয়ার লাইনসের একটি ফ্লাইটে ৩০ জন সৌদি বাদশাহর রয়েল গেস্টও সৌদির উদ্দেশে ঢাকা ছেড়েছেন। হজ ক্যাম্পের সহকারী হজ কর্মকর্তা আব্দুল মালেক মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, এবার সফলতার সঙ্গেই হজযাত্রীদের সঠিক সময়ে সৌদি আরবে পাঠানো সম্ভব হয়েছে। বিভিন্ন এজেন্সির মাধ্যমে প্রতারিত ৩৯৮ জনকে সরকারের উদ্যোগে টিকিটের ব্যবস্থা করা হয়। তাদের সবাইকে সৌদি আরবে পাঠানো হয়েছে। আর কোনো প্রতারিত হজযাত্রী আছে কী না জানতে চাইলে তিনি বলেন, এর বাইরে আর কোনো হজযাত্রী আছে কী না তা জানা নেই। তিনি বলেন, যেসব প্রতারিত হজযাত্রীর পাসপোর্ট ও ভিসা ছিল তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। আমরা সবাইকে সরকারের খরচে টিকিট কেটে হজে যাওয়ার সুযোগ করে দিয়েছি।