বুধবার, ৬ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

এবারের ঈদে কুসুম শিকদার

kosom-binodon69

অনেকদিন ধরেই টিভি নাটকে দেখা যাচ্ছে না অভিনেত্রী কুসুম শিকদার। বিরতি ভেঙে আবারও এই ঈদে কুসুমকে দেখা যাবে একটি ধারবাহিক নাটকে।

মাঝের সময়টাতে সিনেমা নিয়ে ব্যস্ত সময় কাটিয়েছেন কুসুম। দুই বাংলায় প্রশংসা কুড়িয়েছে কুসুম শিকদার অভিনীত যৌথ প্রযোজনার সিনেমা ‘শঙ্খচিল’।

সিনেমার ব্যস্ততা কাটিয়ে এবার টিভি নাটকে অভিনয় করেছেন কুসুম শিকদার। আসছে ঈদে জন্য একটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন তিনি। এ নাটকে কুসুম শিকদারের বিপরীতে রয়েছেন সাজু খাদেম।

এজাজ মুন্নার রচনা ও নির্দেশনায় ধারাবাহিকের নাম ‘আমি তুমি তুমি আমি’। এতে কুসুম অভিনয় করছেন শ্রাবণী নামের একটি চরিত্রে। গত ১৬ই মে থেকে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে এর শুটিং শুরু হয়েছে।

সাত পর্বের এই ধারাবাহিক নাটকটি আসছে ঈদে এনটিভিতে প্রচার হবে। এতে আরও অভিনয় করছেন— আবদুল কাদের, মুনিরা মিঠু, ডায়না, ওয়াসিম খান, তাসনুভা তিশা প্রমুখ।