জনপ্রিয় কথাসাহিত্যিক ও নাট্যকার পলাশ মাহবুবের নতুন ৪টি বই আসছে এবারের অমর একুশে গ্রন্থমেলায়। এরমধ্যে কিশোর উপন্যাস দুটি, বড়দের গল্পের বই একটি এবং একটি কিশোর ছড়াগ্রন্থ।
পলাশ মাহবুবের জনপ্রিয় কিশোর অ্যাডভেঞ্চার সিরিজ টো টো কোম্পানি থাকছে এবারের মেলাতেও। সিরিজের ষষ্ঠ উপন্যাস ‘টো টো কোম্পানি ও সার্কাসের ঘোড়া’ বরাবরের মতো প্রকাশিত হচ্ছে অন্বেষা প্রকাশন থেকে।
অন্যপ্রকাশ থেকে আসছে গল্পগ্রন্থ ‘আবু ওসমানের নিজস্ব ভুল’। মজার কিশোর উপন্যাস ‘টুলু ব্রাদার্স’ প্রকাশ করেছে অনিন্দ্য প্রকাশন। পাঞ্জেরি থেকে আসছে কিশোর ছড়াগ্রন্থ ‘মা করেছে বারণ’।
নতুন বই সম্পর্কে পলাশ মাহবুব বলেন, বরাবরের মতো আমি আমার মতো করে ভিন্ন আঙ্গিকের গল্প বলার চেষ্টা করেছি। আশা করছি পাঠকদের ভালো লাগবে।