Saturday, November 2Welcome khabarica24 Online
Shadow

একরাম হত্যা: কাউন্সিলর শিবলুর আত্মসমর্পণ

24846_24822_akram

ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হককে গুলি করে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠার পর আজ বিকালে আত্মসমর্পণ করেছেন ফেনী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ হিল মাহমুদ শিবলু। পুলিশ জানিয়েছে, বিকাল সাড়ে তিনটার দিকে শিবলু থানায় আত্মসমর্পণ করেন। গতকালও তিনি ফেনীতে প্রকাশ্যে ছিলেন। ঘটনার ভিডিও ফুটেজ দেখে র‌্যাব ৮ জনকে আটকের পর তাদের কাছ থেকে হত্যাকান্ডের লাঞ্চল্যকর তথ্য পেয়েছেন। আটককৃতদের তথ্য প্রকাশের পরই শিবলু আত্মসমর্পণ করলেন। শিবলু স্থানীয় সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর ঘনিষ্টজন বলে পরিচিত। গতকালও এমপি হাজারীর সঙ্গে শিবলু একটি অনুষ্ঠানে অংশ নেন।