শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

একটি রকেটে দুটি উপগ্রহ পাঠালো চীন

39805_cha

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় গোবি মরুভূমির জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে একটি রকেটের সঙ্গে দুটি উপগ্রহ সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। লং মার্চ-টুডি রকেটের মাধ্যমে উপগ্রহ দুটিকে মহাকাশের সুনির্দিষ্ট কক্ষপথের উদ্দেশে পাঠানো হয়। চুয়াংসিন-১-১০৪ নামের উপগ্রহটি হাইড্রোলজি, আবহাওয়া, বৈদ্যুতিক ক্ষমতা ও দুর্যোগে ত্রাণ ব্যবস্থাপনার নানাবিধ বিষয়ে তথ্য সংগ্রহ ও আদান-প্রদান করবে। অপর উপগ্রহটিকে বলা হচ্ছে ‘স্মার্ট স্যাটেলাইট’। এটি মাল্টিমিডিয়া টেলিযোগাযোগ পরীক্ষা-নিরীক্ষা পরিচালনা করবে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আইএনএস। উপগ্রহ কেন্দ্রের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, দুটি উপগ্রহই তাদের পূর্ব-নির্ধারিত কক্ষপথে সফলভাবে পৌঁছেছে। এদিকে উপগ্রহ দুটি পাঠানোর মাধ্যমে লং মার্চ রকেটকে এ নিয়ে ১৯২টি মিশনে ব্যবহার করা হলো।