নিজস্ব সংবাদদাতা ঃ পৌষের হিমেল ভোরে, পিঠা উৎসব ঘরে ঘরে এই স্লোগানকে সামনে রেখে মীরসরাইয়ে পিঠা উৎসব সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় মীরসরাই বিশ্ববিদ্যালয়ে কলেজে মাঠে প্রথমবারের মতো পিঠা উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । চিতই, পাটিসাপটা, গোলাপ, ভাপা, নকশি, মাখন জামাইবরণ, কচি, বরই, কলা, তারা— সহ নানা রকম পিঠার সমাহার। গ্রামবাংলার হরেক রকমের পিঠাপুলি নিয়ে বসেছিল পিঠা উৎসব। আগত দর্শনার্থীরা পিঠা স্টল ঘুরে ঘুরে দেখেছেন। কেউ কেউ নিয়েছেন স্বাদও। উক্ত পিঠা উৎসব উদ্বোধন করেন মীরসরাই পৌর মেয়র গিয়াস উদ্দিন এই সময় আরো উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা কমিটি সভাপতি ডাঃ জামসেদ আলম, অধ্যক্ষ নুরুল আবচার, উপাধ্যক্ষ নাসির উদ্দিন, পরিচালনা কমিটি সদস্য জাহেদ হোসেন ও নুর খালেক, সহকারী অধ্যাপকদের মধ্যে উপস্থিত ছিলেন গিয়াস উদ্দিন, একরামুল হক, গৌতম কুমার সাহা, স্বপন চন্দ্র বৈদ্য, ইকবাল হোসেন, সিনিয়র প্রভাষক আইয়ুব আলী এবং মীরসরাই কলেজের সকল প্রভাষক সহ ছাত্র-ছাত্রী বৃন্দ প্রমুখ।
উক্ত পিঠা উৎসবে ২৫ টি স্টলে হরেক রকম পিঠার পসরা সাজিয়ে বসেছে কলেজের বিভিন্ন শিক্ষার্থীরা। পিঠা উৎসবে ভীড় করেছে তরুন তরুণীরা। প্রায় ১০০ রকমরে পিঠাপুলি সাজানো নিয়ে বসেছে সকল স্টলের শিক্ষার্থীরা। পরে অতিথিরা পিঠা উৎসবের পিঠার স্টল পরিদর্শন করেন।
অনুভূতি ব্যক্ত করেন সাংবাদিকগন যথাক্রমে শারফুদ্দিন কাশ্মির, সাবেক কলেজ পরিচালনা সদস্য মাহবুব পলাশ, রাজিব মজুমদার, রণজিত ধর, আনোয়ারুল হক নিজামী প্রমুখ।
পিঠা উৎসবের স্টল পরিদর্শনকালে উপস্থিত ছিলেন একরামুল হক, অধ্যাপক গিয়াস উদ্দিন, গৌতম কুমার সাহা, ইকবাল হোসেন, সিনিয়র প্রভাষক আইয়ুব আলী এবং মীরসরাই করেজেল সকল প্রভাষক সহ ছাত্র-ছাত্রী সহ প্রমুখ।