বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

উৎসবমুখর পরিবেশে মীরসরাইয়ে বিভিন্ন বিদ্যালয়ে বই বিতরণ


কামরুল হাসানঃ

সারাদেশের মত মীরসরাই উপজেলায় সকল প্রাথমকি ও মাধ্যমিক বিদ্যালয়ে নতুন বছরের প্রথমদিন ছাত্র-ছাত্রীদের হাতে বই তুলে দেওয়া হয়। বই বিতরণ উৎসব উপলক্ষে সকাল ১০টায় উপজেলার সরকার হাট এন আর উচ্চ বিদ্যালয়ে “নতুন বছর নতুন দিন নতুন বইয়ে হোক রঙ্গিন” “চল সবাই স্কুলে যাই বিনা মূল্যে বই পাই”এই স্লোগানকে সামনে রেখে কোমলমতি ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ উৎসব করা হয়।
মীরসরাই উপজেলায় খৈয়াছড়া উচ্চ বিদ্যালয়, পোল মোগরা সরকারি প্রাথমিক বিদ্যালয়,বজলুর সোবহান চৌধুরী উচ্চ বিদ্যালয় সহ সকল অন্যান্য প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে নতুন বছরের প্রথমদিন ছাত্র-ছাত্রীদের হাতে সরকার প্রদত্ত বিনামূল্যে বই তুলে দেওয়া হয়।
উক্ত বই বিতরণ উৎসবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ আতাউর রহমান, ১৫নং ওয়াহেদরপুর ইউনিয়নের চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ, মীরসরাই উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক নুরুল মোস্তফা মানিক, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজুল আলম, ১৫নং ওয়াহেদরপুর ইউনিয়নের সভাপতি ফরিদুল হাসান টিপু, ১২নং খৈয়াছড়া ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক মাসুদ রানা, নিজামপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম আরিয়ান, সাবেক ছাত্রলীগ নেতা এম, কে সোহেল হাসান সহ প্রমুখ।