উপজেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণ করতে সব ধরণের প্রস্তুতি নিয়েছে পুলিশ। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালনে পুলিশ সদস্যরা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহা-পরিদর্শক হাসান মাহমুদ খন্দকার। এছাড়া, প্রয়োজনে সন্ত্রাসী গ্রেপ্তার এবং অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনার কথাও জানিয়েছেন তিনি। সাম্প্রতিক সময়ে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে অভিজ্ঞতা ভালো হলেও, জাতীয় নির্বাচন নিয়ে স্বস্তিতে ছিলো না আইন-শৃঙ্খলা বাহিনী। দেশের বেশকিছু জায়গায় কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে পুলিশ।দশম সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই, ঘোষণা হয়েছে উপজেলা নির্বাচনে তফসিল। তবে বিরোধীদের বানচাল-প্রতিহতের হুমকির না থাকায়, পরিস্থিতি এবার ভিন্ন। এরই মধ্যে এ নির্বাচনে রূপ নিয়েছে বড় দলগুলোর রাজনৈতিক লড়াইয়ে। তাই পুলিশের মহা-পরিদর্শক হাসান মাহমুদ খন্দকার বলছেন, চ্যালেঞ্জটা রয়েছে অন্য জায়গায়।নির্বাচন শান্তিপূর্ণ করতে বিশেষ অভিযানের পাশাপাশি প্রয়োজনীয় সব কিছু করার কথাও জানান তিনি।কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ১৯শে ফেব্রয়ারি ৯৭, ২৭শে ফেব্রয়ারি ১১৭ এবং ১৫ মার্চ ৮৩টি উপজেলায় নেয় হবে ভোট।