বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) শুধু অযোগ্য নয়, অথর্ব্য। তাই নির্বাচন কমিশনারদের কথার কোনো বাছবিচার নেই। তিনি বলেন, উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের ভোট ডাকাতি প্রমাণ করেছে বিএনপি ৫ জানুয়ারির নির্বাচন বর্জন করে ভুল করেনি।বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত এক পেশাজীবী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ প্রশাসনকে দলীয়করণ করেছে। এমনকি তারা বিচার বিভাগসহ গণমাধ্যমকেও নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। সত্য কথা বলার জন্য ‘আমার দেশ’ পত্রিকা বন্ধ করে দেয়া হয়েছে। ইসলামী টিভি ও দিগন্ত টিভি বন্ধ করে এখন তারা নিজেদের লোক দিয়ে নতুন নতুন টিভি চ্যানেল খুলছে।তিনি বলেন, সরকার পতনের আন্দোলন সফল করতে হলে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। আমরা গণতান্ত্রিক অধিকার রক্ষায় সংগ্রাম করছি। তাই বিজয় আমাদের হবেই। চলমান আন্দোলনকে কাঙ্খিত স্থানে পৌঁছাতে হলে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহবায়ক রুহুল আমীন গাজীর সভাপতিত্বে সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, চেয়ারপারসনের উপদেষ্টা এনাম আহমেদ চৌধুরী, বিশিষ্ট চিকিৎসক ডা. জাফর উল্লাহ, বিশিষ্ট বুদ্ধিজীবী ফরহাদ মজহার ও অধ্যাপক পিয়াস করিম বক্তব্য রাখেন।