Saturday, February 8Welcome khabarica24 Online

উত্তর নাহেরপুর সরকারী প্রা.বিদ্যালয়ে বিজয় দিবস উদ্যাপন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

mirsarai-pic-1-241216mirsarai-pic2-241216

নাছির উদ্দিন ঃ মহান বিজয় দিবস উপলক্ষে মিরসরাই উপজেলার ৪ নং ধুম ইউনিয়নের উত্তর নাহেরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিজয় দিবস উদ্যাপন, বার্ষিক ক্রীড়া ও বনভোজনের আয়োজন করা হয়েছে। ২৪ ডিসেম্বর শনিবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োতি অনুষ্ঠানের প্রথম পর্বে শিক্ষার্থীদের অংশ গ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়। দ্বিতীয় পর্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। এতে ছাত্রলীগ কর্মী নাজমুলের সঞ্চালনায় এবং বিদ্যালয় পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আশরাফুল আলম চৌধুরী সবুজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামীলীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মহিউদ্দিন আহমেদ রাশেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং ধুম ইউনিয়নের চেয়ারম্যান আবুল খায়ের মো. জাহাঙ্গীর ভুঁইয়া, মিরসরাই উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জহির উদ্দিন ইরান। এতে স্বাগত বক্তব্য প্রদান করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর নাথ। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ নেতা এটিএম রুহুল আমিন, পাঞ্জুবের নেছা উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও আ. লীগ নেতা মো. ইউনুছ, ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. আলী জিন্নাহ্, সাধারণ সম্পাদক মাও. নুরের ছাপা। মিরসরাই প্রেসক্লাবের প্রচার সম্পাদক সাংবাদিক নাছির উদ্দিন। দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানের বিচারকের দায়িত্ব পালন করেন, পাঞ্জুবেরনেছা উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মাহমুদা আক্তার ও দক্ষিণ নাহেরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাইনুল ইসলাম ও আবু জাহেদ ভুট্টো। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা আবু বক্কর, ইলিয়াছ ফরায়েজী, সাবেক ইউপি সদস্য মো. হোসেন মনু, মো. দাউদুল ইসলাম। ইউনিয়ন যুবলীগ নেতা আনোয়ার হোসেন, সামাজিক ব্যক্তিত্ব প্রবাসী সাহাব উদ্দিন, দলিল লিখক নুরনবী সেলিম, জামাল উদ্দিন, কাজী মোজাম্মেল হোসেন ডালিম প্রমুখ। এছাড়াও ছাত্রলীগ ও যুবলীগের একাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন। পরে উপস্থিত সবার মাঝে দুপুরের প্রীতিভোজ বিতরণ করা হয়।