শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

উত্তরাঞ্চলে নাশকতার আশংকায় ডেমু চলাচল বন্ধ

dinajpur_district_40392

জামায়াত-শিবিরের ডাকা হরতালে নাশকতার আশংকায় উত্তরাঞ্চলের দুইটি রুটে আজ ডেমু ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে।

একটি ডেম ট্রেন পার্বতীপুর থেকে লালমনিরহাট অভিমূখে সকাল ৯ টায় ও অপরটি বেলা ৩টায় পার্বতীপুর থেকে ঠাঁকুরগা অভিমুখে যাওয়ার কথা ছিল। আগামী রবি ও সোমবার ও ট্রেন দু’টির চলাচল বন্ধ থাকবে।

এব্যাপারে পার্বতীপুর রেল ষ্টেশনের এরিয়া অপারেটিং ম্যানেজার শাহ আলম তালুকদার বলেন, হরতালের দিনগুলোতে ডেমু ট্রেন না চালানোর নির্দেশনা রয়েছে রেলপথ মন্ত্রণালয় থেকে।