Sunday, January 19Welcome khabarica24 Online

ঈষান ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত অলিম্পিক ক্রিকেট টূর্ণামেন্ট-১৯ সম্পন্ন

কামরুল ইসলামঃ
মীরসরাই উপজেলার ১নং করেরহাট ইউনিয়নের পশ্চিম অলনগরে অবস্থিত ঈষান ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত অলিম্পিক ক্রিকেট টূর্ণামেন্ট-১৯ সম্পন্ন হয় গত ১৬ই ডিসেম্বর বিকাল ৩টায়। আমজাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে উক্ত খেলা অনুষ্ঠিত হয়।দ্বিতীয় বারের মত আয়োজিত উক্ত খেলাম মুখোমুখি হয় ডিকলার একাদশ ছত্তরুয়া বনাম চিটাগাং ভাইকিংস ছত্তরুয়া। উক্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ডিকলার একাদশকে তিন উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে চিটাগাং ভাইকিংস।
গত ১৫ই ডিসেম্বর শুরু হওয়া টূর্ণামেন্টে মোট ১২ টি দল অংশগ্রহণ করে। খেলা শেষে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলের মাঝে নগদ প্রাইজমানি এবং ট্রপি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন ঈষান ক্রীড়া সংঘের সভাপতি হেলাল উদ্দিন চৌধুরি, ছত্তরুয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহাজাহান, মোঃ আলাউদ্দিন সহ-সভাপতি ঈষান ক্রীড়া সংঘ,সহ-সাংগঠনিক সম্পাদক- বিমল কান্তি নাথ,বীর মুক্তিযোদ্ধা আবু তাহের,মোঃ মাঈন উদ্দিন মজুমদার, বেলায়েত হোসেন, তারকা ক্রীড়া সংঘের সাধারন সম্পাদক- ফিরোজ আহমেদ,রাহাত চৌধুরি,নুর আলম- অর্থ সম্পাদক ঈষান ক্রীড়া সংঘ,আবদুল্লা আল আমিন, সঞ্জয় শীল, আরাফাত, আল আমিন, নিশাত, আদর,মিশুক, আবিদ, শাকিব, ফারদিন, তারেক, রিপন, রুবেল, শাহিন, সায়েম, শহীদ সহ ঈষান ক্রীড়া সংঘের অন্যান্য সকল সদস্যবৃন্দ।