বুধবার, ২৪ জুলাই ২০২৪, ৯ শ্রাবণ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ঈদ পর্যন্ত রাস্তা খোঁড়াখুঁড়ি বন্ধ

image_102357.road-cutting-no-01.06.14

ঈদুল ফিতর পর্যন্ত ঢাকায় রাস্তা খোঁড়াখুঁড়ি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে খোঁড়াখুঁড়ির কারণে ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সচিবালয়ে আজ মঙ্গলবার যানজট নিরসনে করণীয় নির্ধারণে আয়োজিত এক সভা শেষে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, রাস্তা খোঁড়াখুঁড়ি ও কাটার কারণে যানজটের সৃষ্টি হচ্ছে। ঈদ পর্যন্ত রাস্তা কাটা ও খোঁড়াখুঁড়ি বন্ধ রাখা হবে। এ বিষয়ে ওয়াসা এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
সভায় যানজট নিরসনে ১২টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্তগুলো বাস্তবায়নে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরকে দায়িত্ব দেওয়া হয়েছে। যোগাযোগমন্ত্রী বলেন, আগামী ১১ জুলাই ঈদ প্রস্তুতি নিয়ে বড় পরিসরে একটি সভা হবে। সেই সভায় সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হবে। চাঁদ দেখা সাপেক্ষে ২৯ বা ৩০ জুলাই পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে।