Saturday, December 14Welcome khabarica24 Online

ঈদে ৫ দিন বন্ধ হিলি স্থলবন্দর

1405834292._20109

ঈদ উপলক্ষে হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর ৫ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ ২৭ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত স্থলবন্দর বন্ধ হওয়ায় স্থলবন্দর পথে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। বাংলা হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের ১৫ জুলাই অনুষ্ঠিত সংগঠনের কার্যকরী কমিটির মাসিক সভায় সিদ্ধান্ত নেয়া হয়। ২ আগস্ট থেকে কার্যক্রম স্বাভাবিক হবে। বাংলা হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন স্বাক্ষরিত এক পত্রে অবহিত করে স্থল বন্দরটির বিপরীতে অবস্থিত ভারত হিলি স্থল বন্দর এক্সপোর্টার্স এন্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।