শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ঈদে লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে

jl1w3orn_15449

নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেন, ‘আসন্ন ঈদে লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
আজ শুক্রবার সকাল ১১টার দিকে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাদারীপুরে শকুনী লেকে রুই জাতীয় মাছের পোনা অবমুক্তির অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ‘ঢাকা থেকে দক্ষিণাঞ্চলে যেসব যাত্রী যাতায়াত করেন তাদের যাত্রাপথ সুগম করতে বিভিন্ন পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে।’
তিনি বলেন, ‘সদর ঘাট থেকে লঞ্চে যেন অতিরিক্ত যাত্রী বোঝাই না করে, সে জন্যে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। সেখানে ম্যাজিস্ট্রেট,পুলিশ,র‌্যাব ও আনছারসহ অন্যান্য আইন-শৃংঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হবে। সেখানে স্কাউট ও বিআইডাব্লিউটিসির কর্মকর্তারা উপস্থিত থেকে যাত্রী সেবা তদারকি করবেন। অনিয়ম করলেই তাৎক্ষনিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘এবারের ঈদে প্রত্যেকটি লঞ্চ ডাবল ট্রিপ দেবে। ফলে যাত্রীদের দ্রুত ও বাড়তি সেবা দেওয়া যাবে। আমাদের নতুন স্ট্রিমার এমভি বাঙালি দিয়েও যাত্রী পারাপার করা হবে। আরও একটি স্ট্রিমার নিমার্ণ কাজ চলছে। আশা করছি, সেটি আগামী কোরবানী ঈদের আগে নদীতে নামাতে পারব। এছাড়া মাওয়া-কাওড়াকান্দি ও দৌলতদিয়া-পাটুরিয়া ঘাট দিয়ে যারা যাতায়াত করেন তাদের জন্যে আগামী ১৮ জুলাই আরও ৩টি নতুন ফেরি নামানো হবে।’