রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ঈদে মাহি নেই

44331_e2

সিনেমায় আসার পর ঈদে সময়ের আলোচিত নায়িকা মাহিয়া মাহি অভিনীত কোন না ছবি ছিল। গত রোজার ঈদেও তার অভিনীত ‘হানিমুন’ মুক্তি পেয়েছে। কিন্তু এবারের ঈদে মাহি থাকছেন না। তার অভিনীত ‘ওয়ার্নিং’ ছবিটি ঈদে আসবে আসবে বলেও শেষ মুহূর্তে না আসার সিদ্ধান্ত নিয়েছে। আরেক ছবি ‘দেশা দ্য লিডার’ও ঈদে আসবে না বলে অনেক আগেই সিদ্ধান্ত নিয়েছে। ফলে মাহি অভিনীত কোন ছবিই এবারের ঈদে থাকছে না। এটা ভক্তদের জন্য কষ্টের হলেও মাহির কিছুই করার নেই। প্রযোজকরা যদি ছবি মুক্তি না দেন তাহলে শিল্পী কি করার আছে। সেই হিসেবে মাহিরও কিছুই করার নেই। তবে তার অভিনীত বেশ ক’টি ছবির কাজ শেষ। মুক্তির অপেক্ষায় থাকা ‘ওয়ার্নিং’ এবং ‘দেশা দ্য লিডার’ ছাড়াও মাহি অভিনয় করছেন জাকির হোসেন রাজুর ‘অনেক সাধের ময়না’, সাফিউদ্দিন সাফির ‘বিগ ব্রাদার’, ইফতেখার চৌধুরীর ‘অগ্নি টু’, অশোক পতি ও আবদুল আজিজ পরিচালিত ‘রোমিও জুলিয়েট’সহ বেশ কিছু ছবিতে। বিশেষ করে যৌথ প্রযোজনার ছবি ‘রোমিও জুলিয়েট’-এর শুটিংয়ে সম্প্রতি লন্ডন ঘুরে এসেছেন মাহি। এ ছবিতে তার নায়ক কলকাতার অংকুশ।