শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ঈদে বিশেষ ট্রেনের সময়সূচি চূড়ান্ত

images

এবারের চলতি রমজান ঈদে রেলওয়ে পূর্বাঞ্চল স্পেশাল যাত্রীবাহী ট্রেনের সময়সূচি চূড়ান্ত করেছে। স্পেশাল ট্রেনের মধ্যে রয়েছে চট্টগ্রাম-চাঁদপুর রুটে দুই জোড়া, ঢাকা-দেওয়ানবাজার রুটে এক জোড়া ট্রেন আগামী ২৬ জুলাই থেকে ঈদের পূর্বদিন পর্যন্ত ট্রেনে যাত্রী পরিবহন করবে। এরপর ঈদের দ্বিতীয় দিন থেকে পরবর্তী সাত দিন ঈদ ফেরত যাত্রী পরিবহন করবে। এ ছাড়া দেশের সর্ববৃহৎ ঈদের জামাতে অংশ নেওয়া মানুষের জন্য ‘শোলাকিয়া এঙ্প্রেসের এক জোড়া ট্রেন ঈদের দিন ভৈরব ও ময়মনসিংহ থেকে যাত্রী পরিবহন করবে। স্পেশাল ট্রেন হওয়ায় ট্রেনগুলোর বিশেষ যাত্রা বিরতি স্টেশন নির্ধারণ করেছে রেল কর্তৃপক্ষ। রেলওয়ের মহাপরিচালক মো. তাফাজ্জল হোসেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, প্রতিবছর বিভিন্ন ঈদ সামনে রেখেই যাত্রীদের সুবিধার জন্য ‘স্পেশাল ট্রেন’ সার্ভিস চালু করা হয়।বিভিন্ন ট্রেনে কোচ সংকট সমাধানের পাশাপাশি ট্রেনের সংখ্যা বৃদ্ধির কারণে ঈদে ট্রেনের যাত্রীসেবার মান আরও বাড়বে বলে আমি মনে করি। তবে যাত্রীসেবা ও রেল ভ্রমণের নিরাপত্তায় রেল কর্তৃপক্ষ বিশেষ মনিটরিং সেলও গ্রহণ করেছে।