Saturday, November 2Welcome khabarica24 Online
Shadow

ঈদে নব্বই ভাগ সফল হয়েছি: যোগাযোগমন্ত্রী

kader20140728144410_128515

এবার ঈদে ঘরমুখী যাত্রায় আমরা শতভাগ না হলেও নব্বই ভাগ সফল হয়েছি বলে মন্তব্য করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পরিদর্শনে এসে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।
একই সঙ্গে ঈদের পরও সড়ক ও জনপথের প্রকৌশলী এবং সংশ্লিষ্টদের সতর্ক ও কান খাড়া রাখার আহবান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ঈদের পর ফিরতি যাত্রা আমাদের নিরাপদ এবং বাধামুক্ত করতে হবে। যাওয়ার সময়টা ভালো হয়েছে। আসার সময়টাও যেন ভালো হয় সেদিকে আমাদের সজাগ থাকতে হবে। তিনি সড়ক ও জনপথ, জেলা প্রশাসন, জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ এবং সেনাবাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, আপনারা পরিবার-পরিজনের সঙ্গে ঈদ করবেন, তাতে কোনো বাধা নেই। ঈদ সেরেই আবার রাস্তায় চলে আসবেন। কেউ কর্মে শৈথিল্য দেখাবেন না।মন্ত্রী আরো বলেন, রাস্তায় অতিরিক্ত যানবাহন ও অতিরিক্ত চাপের জন্য মাঝে মাঝে বিভিন্ন জয়াগায় “লোকালাইজড” বৃষ্টি হওয়ায় রাস্তার ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করতে হবে। এজন্য আজ থেকে কেউ কর্মে শৈথিল্য দেখাতে পারবেন না। ঘরমুখী মানুষ আবার যখন ফিরে আসবে, সেই পর্যন্ত সবাইকে সতর্ক থাকতে হবে। দায়িত্ব পালনে গাফিলতি করা যাবে না।